একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। এবার একাদশে ভর্তিতে আসন আছে ২৫ লাখের মত। যা মোট পাস করা শিক্ষার্থীদের চেয়ে সাড়ে ৭ লাখ বেশি। কলেজে ভর্তিতে কোন আসন সংকট হবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ শিক্ষার্থী।
তিনধাপে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করতে পারবেন। প্রথমধাপে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর। ২য় পর্যায়ে ৯ এবং ১০ জানুয়ারি আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশ ১২ জানুয়ারি। ৩য় পর্যায়ে আবেদন ১৬ জানুয়ারি। যার ফল প্রকাশ হবে ১৮ জানুয়ারি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবার রাজধানীতে কলেজে ভর্তি ফি বাংলা মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন শহরে ৩ হাজার টাকা, জেলা শহরে ২ হাজার টাকা , উপজেলায় দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কলেজে ভর্তিতে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা কেউ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা দেখতে ক্লিক করুন এখানে।