চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সেখানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৫ম দফায় চালু করার দাবি জানায় হ্যাকাররা। এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার দাবিও জানায় তারা। খবর পেয়ে বোর্ডের সাইবার টিম ওয়েবসাইট পুনরায় উদ্ধার করে।
জানা যায়, একাদশ শ্রেণিতে ৫ম পর্যায়ে ভর্তি আবেদন চালু করার দাবি জানিয়ে এই চেষ্টা করে হ্যাকাররা। তবে হ্যাকাররা মূল সার্ভারে প্রবেশ করতে পারেনি বলে জানান বোর্ডের কর্মকর্তারা। এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে শিক্ষা বোর্ডের হোম পেজের পরিবর্তে অন্য একটি পেজ দেখানো হয়েছে ওয়েবসাইটে। সকাল পৌনে ৯টায় ওয়েবসাইট নিয়ন্ত্রণে আনে বোর্ডের আইসিটি দল।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় ৮ ডিসেম্বর থেকে। সর্বশেষ চলতি মাসের ১২ তারিখ ৪র্থ পর্যায়ে আবেদনকারীদের ফল প্রকাশ পায়। এতে কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের কেউ দাবি জানিয়ে এটি করেছে বলে ধারণা বোর্ড সংশ্লিষ্টদের।
বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, খুব সাধারণ একটি হ্যাক ছিল এটি। ২০ মিনিটের মধ্যে ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে। হ্যাকাররা মূল সার্ভারে প্রবেশ করতে পারেনি। ডোমেইন এবং মূল সার্ভার দুটি ভিন্ন বিষয়। হ্যাকাররা কোনোভাবে ডোমেইন এড্রেসের সঙ্গে তাদের একটি ওয়েবপেইজের সংযোগ করে। এরপর ওই ওয়েবপেইজে তাদের দাবি লিখে দেয়। অর্থাৎ কেউ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে তা রিডাইরেক্ট হয়ে তাদের ওয়েবপেইজে নিয়ে যেত। যেহেতু কলেজ ভর্তির দাবি করা হয়েছে, তাই স্থানীয় কেউ এটি করেছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার বলেন, এটিকে হ্যাকিং বলা যায় না। খুবই সাধারণ একটি ব্যর্থ চেষ্টা ছিল এটি। শুধু হোমপেজের স্থলে আরেকটি পেজ দেখিয়েছে তারা। খবর পাওয়ার সাথে সাথে ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে।