আগামীকাল (২২ জানুয়ারি) রবিবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। ইতোমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হতে তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচন শেষ হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা আজ শনিবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে প্রকাশ করা হবে। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষ ওই তালিকা ডাউনলোড করতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ড কর্তৃক অনলাইনে দেয়া শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। তালিকার বাইরের কোন শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।
শিক্ষাবোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২২ অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তির কার্যক্রম করা হবে না।