একাদশ শ্রেণিতে পঞ্চম ও শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হলো। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। গত রবিবার (১৩ মার্চ) আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের শিক্ষা বোর্ডগুলোর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট অনুসরণ করতে হবে।
অনলাইন আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।
এ বিষয়েঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ২৩ মার্চ যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ রাত ৮টায় পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন
প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যেসব শিক্ষার্থী ভর্তির জন্য সিলেকশন পাননি সেসব শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু নিশ্চয়ন করতে পারেননি কিংবা ভর্তি হতে পারেননি তারা আবেদন করতে পারবেন।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পঞ্চম ধাপে আবেদন করতে পারবেন।
পঞ্চম ধাপে অনলাইনে আবেদন করতে হবে ১৫ মার্চ থেকে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। তবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে (১৭ মার্চ) আবেদন বন্ধ থাকবে।
শিক্ষার্থীর অনলাইন আবেদন বাছাই ১৩ মার্চ এবং আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ মার্চ রাত ৮টায়। পঞ্চম ধাপের সিলেকশন পাওয়া শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন করবেন হবে ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির পর নতুন করে আর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে না।