শিক্ষার যে কোনো বয়স নেই, তা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। ৪৮ বছর বয়সে একই সাথে এসএসসি পাশের ২৬ বছর পরে এইচএসসি পরীক্ষায় পাস করে সকলকে চমকে দিয়েছেন মো. শাহ আলম বেপারী। তিনি চাঁদপুর পৌর শহরের খালিশাঢুলী এলাকার বাসিন্দা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন শাহ আলম বেপারী।
মো. শাহ আলম বেপারী চাঁদপুর পৌর খালিশাঢুলী এলাকার আব্দুল করিম বেপারীর ছেলে। তিনি ১৯৯৬ সালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কাজের খোঁজে ঢাকায় চলে যান। নিজের কর্মজীবনের এক পর্যায়ে তিনি বুঝতে পারেন শিক্ষাই আসল। এরই ধারাবাহিকতায় তিনি এবারের এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে পাস করেছেন।
তিনি বলেন, ইচ্ছাশক্তি আর সহকর্মীদের উৎসাহে এসএসসি পাশের দীর্ঘ ২৪ বছর পর কলেজে ভর্তি হয়ে ২৬ বছর পর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হয়েছি। এ অর্জনটা আমার পেশাগত জীবনে অনেক কাজে লাগবে। এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে একই শিক্ষাবর্ষে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে তারই পুত্রবধূ সালমা আক্তারও এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এইচএসসিতে একই সঙ্গে শ্বশুর ও পুত্রবধূর সাফল্যে আনন্দে ভাসছে শাহ আলম বেপারীর পরিবার।