সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গুচ্ছের বাইরে থাকা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় এ ভর্তি প্রক্রিয়ায় নিয়ে আসার লক্ষ্যে সোমবার (৩ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে কোর কমিটির সভা হবে।
আজ দুপুর ২টায় শুরু হবে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সভাপতি, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
জানা গেছে, আগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে এ কোর কমিটির বৈঠকে বসছে। এ জন্য আজ সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা ডাকা হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।