বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং ও করপোরেশন প্ল্যানিং বিভাগে অধীনে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টিকিট কালেক্টর।
পদের সংখ্যা : ১৩৩।
আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। দেশের যেকোনো জেলার প্রার্থীরাই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন স্কেল ৯৭০০-২৩৪৯০ টাকা। বাংলাদেশ রেলওয়ের বেতন কাঠামো অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা : আবেদন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ২০ মার্চ, ২০২৩ পর্যন্ত।