এইচএসসি পাসে ইউনিয়ন পরিষদে ৪৪ জনের চাকরি, বেতন ২২ হাজার
সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কার্যালয়টিতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র জেলার স্থায়ী বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৪৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।
বয়সসীমা: ২০ আগস্ট তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮-৩০ বছরের মধ্যে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% হারে বেতনভাতা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা জেলার সরকারি http://dcsunamganj.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৩।