আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘৩য় আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যাল প্রসেসিং কৌশল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে গত ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এ সম্মেলনে কম্পিউটার, তড়িৎ, ইলেক্ট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স প্রযুক্তির উন্নয়ন বিষয়ে উদ্ভাবনী গবেষণা এবং প্রযুক্তিগত পর্যালোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান সংগঠিত করার সুযোগ পান। সম্মেলনে ১৩ জন আমন্ত্রিত বক্তাসহ ৭ জন মূল বক্তা, ৪টি দেশের স্থানীয় এবং আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক এবং শিল্প বিশেষজ্ঞের ৭০টি গবেষণাপত্র এই সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।
গত ৭ জানুয়ারি সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
৮ জানুয়ারি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এআইইউবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। আবেদীন তার বক্তব্যে এআইইউবির প্রকৌশল অনুষদের এই ধরনের সম্মেলন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্মেলনে সমাপনী বক্তব্য দেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এআইইউবি প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ আনোয়রুল ফাত্তাহ। ধন্যবাদ বক্তব্য দেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান।