কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সারা দেশে মতো সাতক্ষীরা জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের সকালে সাতক্ষীরা জেলা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বই বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।
জেলার কালিগঞ্জ উপজেলা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেংগী মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদনগর মাধ্যমিক বিদ্যালয়, কিষান মনজুর ইউনাইটেড একাডেমি, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারি রবিবার কোমলমতি শিক্ষাথীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ এসময় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে অনুযায়ী জানা যায় জেলায় ১ জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারী পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে ১লক্ষ শিক্ষার্থীদের মাঝে ৩২ লক্ষ বই বিতরণ করা হবে এবং প্রাথমিক পর্যায়ে ২লক্ষ ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ১০লক্ষ ৩৬হাজার বই বিতরণ করা হবে। বলে জানা যায়