সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো শাবিপ্রবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য বিরোধী আন্দোলনে টানা ৭ দিন অনশনে থাকার পর বুধবার (২৬ জানুয়ারি) সকালে অধ্যাপক জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙেন ২৮ শিক্ষার্থী। ঐদিন রাতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধও তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারপ্রেই তারা ঘোষণা দেয় অনশন ভাঙলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অহিংস পথে চলমান থাকবে আন্দোলন। মিছিল, নাটকসহ অন্যান্য ক্রার্যক্রমের মধ্য দিয়ে চল্বে আন্দোলন। তারই অংশ হিসাবে গতকাল এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে শিক্ষার্থীরা।