The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

উপদেষ্টারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না : নজরুল

ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলগুলোর সমালোচনায় বিরক্তি প্রকাশ করে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান প্রশাসনের উপদেষ্টারা রাজনীতিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নন। আমরা তাদের প্রতিপক্ষ মনেও করি না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান প্রশাসনের উপদেষ্টারাও রাজনীতিবিদদের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নন। কেন তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সমালোচনা করবে এবং তাদের সম্পর্কে মন্তব্য করবে? তারা কি রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিপক্ষ মনে করবে? আমরা তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করি না, কারণ তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য নন। আমরা রাজনীতিতে জড়িত। কিন্তু তারা তা করে না, তাহলে তারা কেন আমাদের প্রতিপক্ষ হবে?

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকার দখলদার নয়, কারণ এটি দেশের জনগণ এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর দ্বারা প্রতিষ্ঠিত। আমরা আশা করি তারা জনগণ তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধান করার চেষ্টা করবে, হত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করবে। যার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি।

তিনি আক্ষেপ করে বলেন, সরকারের কিছু উপদেষ্টা অহেতুক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছেন। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তারা কি আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নির্বাচনে অংশ নেবে? তারা তা করবে না। তাহলে তারা কেন এমন মন্তব্য করবে?

রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন ও রুনেসার সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীর।

You might also like
Leave A Reply

Your email address will not be published.