The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫

উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রতিষ্ঠার ৮ বছরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোন উদ্যোগ গ্রহণ না করায় আবারও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোন স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত গ্রহণ করে নি প্রশাসন।

এর আগে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিগত ১৮ নভেম্বর সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোন পদক্ষেপ না নেওয়ায় পুনরায় ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় “রবিয়ানরা ভাড়া ঘরে, প্রশাসন কি করে”, “ আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস”, “আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর”, “ দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস” ইত্যাদি স্লোগান তোলে শিক্ষার্থীরা।

২০১৮ সাল থেকে শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণি কক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ই মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ”রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।”

পরবর্তীতে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.