The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২রা জুলাই, ২০২৪

ঈদের দিন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান সাকিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। এখন পর্যন্ত প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে ইতোমধ্যে সুপার এইটের বড় দাবিদার টাইগাররা।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আগামী সোমবার নাজমুল হোসেন শান্ত’র দল নেপালের বিপক্ষে নামবে। একইদিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। সে ম্যাচটি জিতে দেশবাসীর খুশির মাত্রা দ্বিগুণ করতে চান সাকিব আল হাসান।

নেদারল্যান্ডস ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে গতকাল সাকিব বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবে আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমান যারা আছে, তাদের জন্য আনন্দের দিন। এই দিনটি বাংলাদেশে অন্য ধর্মের মানুষরাও উদযাপন করে। আশা করব যে, এমন একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারব।’

জয়ের ধারায় আত্মবিশ্বাসী হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতেও খেলার কথা জানান সাকিব, ‘আসলে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। যেভাবে আমরা পারফর্ম করে যাচ্ছি নেপালের সঙ্গেও একই কাজটা করে যেতে হবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.