রাজধানীর আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের ছাত্রী অপূর্ণা আক্তার ইতিকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। ইতি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর রাতেই তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে জিম থেকে বাসায় ফেরার সময় আফতাব নগরের বি ব্লকে ওই ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল’স হোস্টেল) উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বাড্ডা থানার ওসি আবুল কালাম বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।