মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৬তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস পালন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ইবি রোভার স্কাউট ডেনে (আমতলা) হতে আনন্দে র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রোভার গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহকে সভাপতি করা হয়। এবং প্রধান অতিথি হিসেবে আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান উপস্থিত ছিলেন। এসময় রোভার ইউনিট কাউন্সিলরের সভাপতি মুসা হাশমী উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, তিনি পৃথিবীতে এমন একটি গ্রুপ তৈরি করতে চেয়েছিলেন যেই মানুষগুলো অন্যদের থেকে আলাদা হবে। এমন বৃহৎ চিন্তা নিয়ে একটা দল সৃষ্টি করেছেন। স্কাউটের কর্মকান্ড হচ্ছে একজন মানুষকে সুষ্ঠু করার প্লাটফর্ম। স্কাউটের সদস্যদের চিন্তা করে দেখতে হবে বিপির এ চিন্তা চেতনাকে লালান করতে পারছি কিনা। স্কাউটের আদর্শ দিয়ে প্রমাণ করতে হবে আমি দুর্নীতিবাজ নই।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে রোভার স্কাউটের অন্যান্য সদস্যরা বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটেন।