The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবিপ্রবি

পাবিপ্রবি প্রতিবেদক : সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-কে নিষিদ্ধের দাবিতে রাতে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দশটায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শেখ মুজিবুর রহমান হল থেকে শুরু হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যায়। এসময় তারা ঢাকা পাবনা মহাসড়কের সামনে কিছু সময় অবস্থান করে ক্যাম্পাসের ভেতরর প্রবেশ করে। এরপর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফিরে আসেন৷

এ সময় তারা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেবোনা, ১,২,৩,৪ ইসকন তুই বাংলা ছাড়, ভারতীয় দালালরা-হুশিয়ার সাবধান, ইসকন এর গালে জুতা মার তালে তালে, উগ্রবাদী হিন্দু হুশিয়ার সাবধান, একটা একটা ইসকন ধর, ধইরা ধইরা জবাই কর, ইসকনের পিঠের চামড়া তুলে নিবো আমরা, মোদির দুই গালে জুতা মার তালে তালে” এই স্লোগানগুলো দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বলেন, ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এ সংগঠন কোন বাধা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকালকে ইসকনের এক নেতাকে গ্রেফতারের পর থেকে তারা দেশে অরাজকতা শুরু করেছে। আজকে চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তার জন্য এই সংগঠনকে অতিদ্রুত নিষিদ্ধ করতে হবে। না হলে এরা দেশের হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করবে।’

বিক্ষোভ সমাবেশে প্রধান সমন্বয়ক মিরাজুল ইসলাম, সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা মুন, বাংলা বিভাগের শিক্ষার্থী কাওসার আলম এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোরসালিন বক্তব্য দেন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.