The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৬শে অক্টোবর, ২০২৪

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশের ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার রাতে আঘাত করে ইসরায়েল। কয়েক ঘণ্টা চলে হামলা। গত ১ অক্টোবর ইরানে হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শেষ করেছে তারা। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের হামলার জবাব দেওয়া ‘সম্পূর্ণ’ হয়েছে। আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি।

ইরানে হামলার পর ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেনইরানে হামলার পর ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন
তিনি হুমকি দিয়ে আরও বলেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল এর পাল্টা জবাব দিতে বাধ্য হবে।

এদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইরানের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

সূত্র: আলজাজিরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.