The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট: তোষাখানা-২ মামলার শুনানিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থাপিত স্পেশাল সেন্ট্রাল কোর্টের বিচারক শাহরুখ আরজুমান্দ এ পরোয়ানা জারি করেন।

প্রথমবার নয়, টানা দশম শুনানিতেও বুশরা বিবি আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার আদালত এ পদক্ষেপ নেয়। একই সঙ্গে বুশরা বিবির অনুপস্থিতির বিষয়ে আদালত তার জামিনদারকে ব্যাখ্যা দিতে নোটিশ পাঠিয়েছে।

বুশরা বিবির আইনি দল আগের শুনানিতে আদালতে তার উপস্থিতির প্রতিশ্রুতি দিলেও তিনি টানা দশম শুনানিতেও হাজির হননি। যদিও বুশরা বিবির আইনজীবী উসমান গুল জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তিনি সুরক্ষামূলক জামিন পেয়েছেন।

বুশরা বিবির আইনজীবী আদালতকে আশ্বস্ত করেছে যে, সোমবার তিনি নিজে আদালতে হাজির হবেন অথবা তার পক্ষে একজন প্রতিনিধি নিয়োগ করা হবে।

এদিকে বুশরা বিবি ইচ্ছাকৃতভাবে শুনানি এড়িয়ে যাচ্ছেন বলে আদালতে দাবি করেন বিশেষ সরকারি প্রসিকিউটর জুলফিকার আব্বাস নকভি। তিনি ধারাবাহিক অনুপস্থিতির কারণে বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।

তবে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহার আদালতকে জানান, বুশরা বিবি অসুস্থ এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।

এ অবস্থায় আদালত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে এবং বুশরা বিবির উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

তোষাখানা-২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন আগের শুনানিতে ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পেশোয়ার হাইকোর্টে নতুন দায়ের করা মামলার জন্য জামিন নিতে ব্যস্ত থাকায় বুশরা বিবি এই মামলার শুনানিতে উপস্থিত হতে পারেননি বলে তার আইনজীবী দাবি করেছিলেন।

অন্যদিকে সরকারি প্রসিকিউটরের দাবি ছিল, বুশরা বিবি ইচ্ছাকৃতভাবে আদালতের প্রক্রিয়া বিলম্বিত করছেন। যদিও আদালত আগের শুনানিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করে।

তবে আজকের শুনানিতে তার অনুপস্থিতির জন্য কঠোর পদক্ষেপ হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সূত্র: সামা টিভি

You might also like
Leave A Reply

Your email address will not be published.