ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে কেক কাটা, আলোচনাসভা এবং বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
রবিবার (১ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবটির ম্যাগাজিন প্রচ্ছদ উদ্বোধন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহজাহান আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিনহাজউল হক।
এসময় সংগঠনটির সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান হোসেন ছাড়াও সংগঠনটির কার্যকরী সদস্যবৃন্দসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেইন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাচীন একটা ট্রেন্ড চালু ছিলো যে শিক্ষার্থীরা সংগঠনের মাধ্যমে কো-কারিকুলাম কর্মকান্ডের সাথে জড়িত ছিলো না। আমাদের সায়েন্স ক্লাব এই প্রথা ভেঙে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের চিন্তাভাবনা রয়েছে প্রতিবারই বছর শেষে একটা সাইন্স ফেস্ট আয়োজনের। এই ফেস্টে দেশে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হবে। বিভিন্ন ওয়ার্কশপ, বিজ্ঞান প্রদর্শনী সহ অন্যান্য আরো আয়োজন দিয়ে দুইদিনব্যাপী এই ফেস্ট আয়োজিত হবে।
সংগঠনটির সভাপতি মো: শফিকুল ইসলাম বলেন, ইবি সায়েন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক এক বছর আগে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান পচার ও প্রচারের লক্ষ্যে। তারই ধারাবাহিকতাই বছর জুড়ে নানান রকম কর্মকান্ডে সক্রিয় ছিলাম আমরা।
এছাড়াও তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন পাবো আমরা। আগামী বছরের শুরুতে সায়েন্স ফেস্টিবল ২০২৪ অনুষ্ঠিত হবে। এই জন্য তিনি প্রশাসনের নিকট সাহায্য কামনা করেছেন।