নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির বারবার অডিও ফাঁসের বিষয়টিকে বিব্রতকর ও বিশ্ববিদ্যালয়ের ইমেজ সংকটের কারণ হয়ে দাড়িয়েছে বলে জানিয়েছেন সচেতন শিক্ষক মহল। শিক্ষার্থীরাও এধরনের ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কন্ঠ সদৃশ নিয়োগ সংক্রান্ত বিষয় ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক মন্তব্য সংক্রান্ত গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত অন্তত ১৪ টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ সপ্তাহেই ফাঁস হয় আরো ৪ টি অডিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে, সর্বশেষ মঙ্গলবার (১৩ জুন) ‘দরবেশ সালাম’ নামের ফেসবুক আইডি থেকে ২ মিনিট ২৩ সেকেন্ডের অডিও ভাইরাল হয়। অডিওতে ড্রাইভার নিয়োগের বিষয়ে নজরুল নামের এক ব্যক্তির সাথে কথা বলতে শোনা যায়। এছাড়া ১১ জুন একই ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া অডিওতে ভিসিকে জুবায়ের নামের একজন চাকরীপ্রার্থীর বিষয়ে কারো সাথে কথা বলতে শোনা যায়। ওই চাকরীপ্রার্থীকে আবেদন করার পর উপাচার্যের সাথে দেখা করতে বলেন বলে শোনা যায়।
এর আগে, ১০ জুন ‘রক সালাম’ নামের আইডি থেকে ফাঁস হওয়া দুইটি অডিওতে উপাচার্যকে মেডিকেলে নিয়োগের বিষয়ে কথা বলতে শোনা যায়। এছাড়া ৯ জুন একই আইডি থেকে ফাঁস হওয়া অডিওতে উপাচার্য ফাইন আর্টস ও মার্কেটিং বিভাগের নিয়োগের বিষয়ে কথা বলেন। অডিওতে অন্য প্রান্তের ব্যক্তিকে উপাচার্য বলেন, সোজা কথা, আমি আপনার ক্লিয়ারেন্স ছাড়া কাউকে নিয়োগ দিব না।
এছাড়াও ‘ফারাহ জেবিন, আল বিদা, মিসেস সালাম’ থেক বিভিন্ন সময়ে ১০টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘আমি এসব আমলে নেই না। এগুলো আমার রুচিতে বাঁধে। যারা এসব করছে আল্লাহ তাদের ইমান দিন৷ আমিন’