সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অশ্লীল ভিডিও।
শনিবার (১ জুন) সকাল থেকেই ভিডিওটি ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর দুপুর ১২ টার দিকে ইবির ত্রাস নামক একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটির ড্রাইভ লিংক পাবলিশ করা হয়। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমি আজকেই ভিডিওটা দেখেছি। এগুলো এআই দিয়ে ইডিট করা ভিডিও। আমাকে হেনস্তা করার জন্য আমার বিরোধী পক্ষ এটি করেছেন। ন্যাচারালি এর শাস্তি তারা পাবে।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিষয়টি শুনেছি। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। যদি এটার সঙ্গে তিনি জড়িত থাকেন তাহলে অবশ্য বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।
ঘটনাটির পর থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করছেন।