ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জুম্ম ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নিযুক্ত হয়েছেন মিলন জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক পদে অংথিন হ্লা মারমা।
শুক্রবার (২৬ মে) বিকালে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অংসিমং মারমা নতুন এই কমিটির ঘোষণা করেন।
২৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন, সহ-সভাপতি জুনান চাকমা, কৌশন চাকমা, সহ-সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, বিনয় চাকমা, সাংগঠনিক সম্পাদক কোকো সাইন মারমা, সহ- সাংগঠনিক সম্পাদক অতুল চাকমা, অনোমা চাকমা, অর্থ সম্পাদক চিনুমং মারমা, সহ-অর্থ সম্পাদক পিকাসু চাকমা, লাইব্রেরি বিষয়ক সম্পাদক রাসেল চাকমা, খেলাধুলা বিষয়ক সম্পাদক বাবলু মারমা, পঙ্কজ চাকমা, শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিং থুই মারমা, চাইন্দাওয়াং মারমা, তথ্য প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মংক্যচিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক সূচনা ত্রিপুরা, জুলিয়া চাকমা
এছাড়াও কার্যকরি সদস্যরা হলেন জুয়েল চাকমা, সৌম দীপ্ত চাকমা, মানিক ত্রিপুরা, কাবিল চাকমা।
নবনিযুক্ত সভাপতি মিলন জ্যোতি চাকমা বলেন, জুম্ম ছাত্র কল্যাণ সমিতি পার্বত্য চট্টগ্রাম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আদিবাসী শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। এছাড়াও ক্যাম্পাসে আদিবাসীদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে। আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এর জন্য আমি সংগঠনের সকল সদস্যদের সাহায্য কামনা করছি।