The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, জীবনবৃত্তান্ত আহ্বান

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি পূর্ণাঙ্গকরণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আংশিক কমিটি গঠনের প্রায় ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের এই প্রক্রিয়াটি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেয়ার আহ্বান জানানো হলো।

শাখা ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসাথে যোগ্যকর্মীরাই যেন নেতৃত্বে আসেন এবং স্বজনপ্রীতির বিষয়গুলোকেও উল্লেখ করেছেন নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় জানান, যোগ্যতা অনুযায়ী ইবি ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচয় দেওয়ার জন্য সিভি কার্যক্রম আহ্বান করা হয়েছে। এখানে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দীর্ঘদিন ধরে যারা দলের জন্য খেটেছে তাদের মধ্য থেকে অধিকতর যাচাই-বাছাই করে কর্মীদের মূল্যায়ন করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা আংশিক কমিটি গঠনের পরই যারা যোগ্য তাদের যাচাই-বাছাই করার জন্য এতোদিন অপেক্ষা করছিলাম। আগামী ২ মে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শে যারা এতোদিন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে অবদান রেখেছে তাদেরকেই এগিয়ে রাখা হবে। এখানে মুখ দেখে পদ দেয়ার কোনো প্রশ্ন ওঠেনা। আমাদের মোট ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হবে। আগ্রহীরা জীবনবৃত্তান্ত জমা দিলে যাচাই-বাছাই শেষ করেই আমরা কমিটি ঘোষণা করবো।

হল কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে কেন্দ্রের সাথে কথা বলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ করা। এরপর সম্মেলনের মাধ্যমে যতদ্রুত সম্ভব বিভিন্ন ইউনিটের কমিটি করবো।

এর আগে, গত ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি এবং নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ইবি শাখা ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.