টিআরসি রিপোর্ট : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ইউজিসির তিন সদস্যের কমিটি এসব অভিযোগ তদন্তে ক্যাম্পাসে এসেছে।
ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরের নেতৃত্ব তদন্ত কমিটি সোমবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শন করবে। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (অর্থ ও হিসাব), প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলবেন।
ইউজিসিসূত্র জানান, ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরের নেতৃত্ব তদন্ত কমিটি সোমবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শন করবে। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (অর্থ ও হিসাব), প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলবেন।
তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান, সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান।
গত বছরের ফেব্রুয়ারিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপাচার্য আবদুস সালামের পাঁচটি ফোনালাপের অডিও ক্লিপ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। উপাচার্য আবদুস সালামের অপসারণ দাবিতে ভিসির কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ। এ ছাড়া তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।