The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

ইবির বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি’র নেতৃত্বে শাহজাহান, ইব্রাহিম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোঃ শাহজাহান আলী-কে সভাপতি ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের ইব্রাহিম খলিল-কে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটি’র সদ্য বিদায়ী সভাপতি মাসুম সরকারের আবেদনে ও মডারেটর অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সুপারিশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত সভাপতি মোঃ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল স্বাক্ষরিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাম্মাদুল বারি হাম্মাদ, যুগ্ম-সাধারণ অর্থনীতি বিভাগের ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের নাহিদ হাসান, অর্থ-সম্পাদক আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাইফুদ্দিন আল জুবায়ের, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ল’ এন্ড ম্যানেজমেন্ট বিভাগের আহসান উল্লাহ চৌধুরী, সাহিত্য সম্পাদক সোলাইমান তালুকদার, বিতর্ক ও গবেষণা সম্পাদক (বাংলা) ভূগোল ও পরিবেশ বিভাগের আব্দুল্লাহ আল নোমান, বিতর্ক ও গবেষণা সম্পাদক (ইংরেজি) লোকপ্রশাসন বিভাগের মোঃ শাকিল মীর, তথ্য ও প্রচার সম্পাদক চারুকলা বিভাগের মোঃ নুর আলম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের মোঃ খাইরুল ইসলাম, একই বিভাগের মোঃ কামরুল হাসান ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোঃ হাসান তারেক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.