ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজাকে আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগদান করেছেন।
রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (১০ ডিসেম্বর) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশোক কুমার চক্রবর্তী -এর সভাপতির মেয়াদ শেষ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী সভাপতি হিসেবে অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা কে (১১ ডিসেম্বর) হতে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
পাশাপাশি অধ্যাপক ড. আশোক কুমার চক্রবর্তী দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা বলেন, আমি এই বিভাগের ছাত্র হিসেবে প্রথমবারের মত সভাপতির দায়িত্ব পেয়েছি। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা সবাই শিক্ষক হিসেবেই ছিলেন।
তিনি আরও বলেন, আমার পূর্ববর্তী যারা দায়িত্বে ছিলেন তারা সবাই সিনিয়র এবং শিক্ষাগুরু ছিলেন ওনাদের কাছ থেকেই পরামর্শ নিয়ে বিভাগকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। এইজন্য সবার সহযোগিতা কামনা করছি।