ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সতন্ত্র ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন। মোট ৩২০ টি আসনের বিপরীতে ডি ইউনিটের আবেদন সংখ্যা ২ হাজার ১২৭ টি। আসন প্রতি লড়বে ৭ জন। শনিবার (৩ জুন) আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা যায়।
রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ মে এই ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ২১ মে। ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এক ঘণ্টায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।