The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫

ইবিতে ৪৮১ আসনে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে দশম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ছিল ৪৮১ টি।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, এ, বি ও সি ইউনিটের শূন্য আসন পূরণের লক্ষে ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ এবং ‘সি’ ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ মেধাক্রমের মধ্যে যারা এখনও বিভাগ প্রাপ্ত হয়নি তারা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অফিসে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত ও ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে অফিস চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে। আগামী ১০ ফেব্রুয়ারি আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিষয় বরাদ্দ দিয়ে ১১ম মেধা তালিকা প্রকাশ করা হবে। ১১ম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যাদি (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা) সম্পন্ন করতে হবে।

এছাড়াও গত ১৫ ও ১৬ জানুয়ারি ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি বিষয় বরাদ্দ না পেয়ে থাকে তাদেরকেও উপরোক্ত সময়ে স্বশরীরে উপস্থিত থেকে আগ্রহ প্রকাশ করার জন্য বলা হয়।

উল্লেখ্য, ১০ম মেধাতালিকার ভর্তির কার্যক্রম শেষে এ ইউনিটে ৩৫৪, বি ইউনিটে ৮১ ও সি ইউনিটে ৪৬টি আসন ফাঁকা রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.