ইবি প্রতিনিধি : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনায় ২০২২-২৩ এর অংশ হিসেবে গ্রাহক সেবার মান সহজীকরণ ও তা নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে বেলা ১১টায় কর্মশালাটি শুরু হয়।
কর্মশালায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক পরিবীক্ষণ কমিটির আহবায়ক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।
এছাড়া রিসোর্স পারসন হিসেবে ছিলেন কমিটির সদস্য-সচিব ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-হিসাব পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।