The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবিতে লোকপ্রশাসন বিভাগের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম. এন, মুনিম, ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আইন নয় সামাজিক সচেতনতায় পারে নারীর অধিকার নিশ্চিত করতে’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিভাগের ২০৪ নং কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিতর্কে সরকারি দলের নেতৃত্ব দেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিকুর রহমান (প্রধানমন্ত্রী), একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাকিম রহমান (মন্ত্রী) ও একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইরানী (দলীয় সাংসদ)। এছাড়া বিরোধী দলের নেতৃত্ব দেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহাব উদ্দীন ওয়াসিম (দলীয় নেতা), একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফা ইসলাম ভাবনা (উপনেতা) ও একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশেক-এ-খোদা আশিক (দলীয় সাংসদ)।

বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিচারক হিসেবে ছিলেন প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন। বিভাগের শিক্ষার্থী মেঘলার সঞ্চালনায় প্রতিযোগিতায় সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন শাম্মী আকতার। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকার দলীয় সাংসদ ফাতেমাতুজ জোহরা ইরানী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.