The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবিতে রাজশাহী জেলা কল্যাণ সমিতির পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ক্যাম্পাসের পেয়ারাতলা, টিএসসিসি ও ফুটবল মাঠের আশপাশসহ বিভিন্ন জায়গায় প্রায় ২ ঘন্টা তারা এ পরিচ্ছন্নতা অভিযান চালায়।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রিজওয়ান আল হাসিব তুহিন ও সাধারণ সম্পাদক লিখন মির্জার নেতৃত্বে সংগঠনটির ১৫জন সদস্য এ অভিযান চালায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক লিখন মির্জা জানান, গতকাল ইবিয়ান নামে এক গ্রুপে আমরা একটা পোস্ট দেখি সেখানে অভিযোগ করা হয় অনেকেই ক্যাম্পাসের পেয়ারাতলায় বিভিন্ন প্রোগ্রাম শেষ ওয়ানটাইম প্লেট, গ্লাস, পলিথিন মাঠের মধ্যে অপরিচ্ছনভাবে রেখে যায়।
আমরা তখনই উদ্যোগ নেয় সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো পদক্ষেপ নেয়ার। তাই আজ আমরা পরিচ্ছন্ন অভিযান চালায়।

সংগঠনটির সভাপতি রিজওয়ান আল হাসিব তুহিন বলেন,আমরা যেখানে থাকছি সে থাকার জায়গাগুলো আমাদেরই সুন্দর রাখতে হবে। তবে, প্রশাসন ভূমিকা রাখা উচিত। তাহলেই আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকবে এবং সর্বমহলে প্রশংসিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.