The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ইবিতে প্রশাসনিক ৮ পদে নতুন মুখ 

ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ টি প্রশাসনিক পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ টি আবাসিক হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, ছাত্র উপদেষ্টা এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে এসেছে নতুন মুখ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন – শেখ হাসিনা হলের প্রভোস্ট আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও, ছাত্র উপদেষ্টা হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো: মামুনুর রহমানের স্থলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেনের স্থলে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আনার পাশা-নিয়োগ পেয়েছেন।
এর আগে, ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, আই.আই.ই.আর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকদের দেওয়া পদত্যাগ পত্র জমা দেন যা আজ গ্রহণ করে এই নতুন নিয়োগ দেয়া হয়।
You might also like
Leave A Reply

Your email address will not be published.