The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবিতে নোফেলিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ ফোরাম ‘নোফেল’র মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট প্রদান এবং ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহ। এছাড়াও কোয়ার্টার মসজিদের সিনিয়র ইমাম এম. এম.ইউসুফ, নোফেল ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আজমেরী হক পিয়াস, বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মাসুমসহ শতাধিক শিক্ষার্থীরা।

এছাড়াও এসময় অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রহিম উল্যাহ বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি যায়গা যেখানে কেও চাইলে ভালো কিছু করতে পারবে আবার চাইলে মন্দ দিকেও নিজেকে নিয়ে যেতে পারবে। সেখানে ভালোমন্দ বিবেচনা করে ভালো জিনিসগুলো তোমাদেরই বেছে নিতে হবে। আপনারা সময়ের গুরুত্ব দিবেন, সময়কে মূল্যায়ন করবেন। তাহলে জীবনে অনেক ভালো যায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো সামাজিক সংগঠনে যুক্ত হয়ে নিজেকে ডেভেলপ করতে পারবেন।

এসময় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.