নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বাংলা মঞ্চে প্রজ্বলিত-৩৫ এর অবতরণিকা উৎসবে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে প্রজ্বলিত-৩৫ ব্যাচের অবতরণিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে টি-শার্ট বিতরণের দায়িত্বে ছিলেন মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। পরে টি-শার্ট বিতরণ নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয় তিন শিক্ষার্থী।
পরে আহত হওয়া তিন শিক্ষার্থী বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন। শিক্ষার্থীরা হলেন, রানা আহম্মেদ অভি, সাব্বির সাওন, মুশফিকুর রহমান। তারা তিনজনই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আবেদন পত্র সূত্রে, প্রক্টরের অনুমতি নিয়ে তারা (তিন শিক্ষার্থী) অবতরণিকা উৎসবে অংশগ্রহণ করেন। এসময় ‘ব্যবস্থাপনা বিভাগে’র সি আর তাসিন ইসলাম রাহিনের নেতৃত্বে একই বিভাগের রাব্বি ফকির ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজম্যান্ট’ বিভাগের মোবারক হোসেন আশিকসহ দুই বিভাগ ও মার্কেটিং বিভাগের অন্তত ৩০-৪০ জন পরিকল্পিতভাবে তাদের উপর বাঁশ গাছের ডাল ও রান্না করা খড়ি দিয়ে অতর্কিত হামলা করে। এ ঘটনায় তারা আহত হলে পরিকল্পিত হামলা বলে অবহিত করে প্রক্টর বরাবর সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করে।
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমরা অভিযোগ পত্র হাতে পেয়েছি। আজ ক্যাম্পাস বন্ধ এবং প্রক্টরও একটু বাইরে আছে। তাঁর সাথে কথা বলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো।