নিয়ামতুল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনসের (আইইউমুনা) আয়োজনে এটি শুরু হয়।
প্লানারি প্রেসিডেন্ট আয়শা বিনতে রাশেদ তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সংগঠনটির উপদেষ্টা ও সহকারী প্রক্টর শরিফুল ইসলাম। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সাইমন, ডিরেক্টর অব ফাইনান্স নাজমুস সাকিবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন লামিয়া হোসাইন ও কাজী সুরাইয়া ইভা।
সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা জানান, সম্মেলনে ঢাবি, জাবি, চবি, রাবি, খুবি, চুয়েট, বিইউপি, বশেমুরবিপ্রবি, এনএসইউ, আইআইইউসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনে রয়েছে ৫টি কমিটি। কমিটির সদস্যরা ছায়া জাতিসংঘ আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের বিষয় হলো ‘আসন্ন প্রজন্মের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সুসংহত করার মাধ্যমে একটি উপকারী পদ্ধতির স্কেল করা।’
উল্লেখ্য, ছায়া জাতিসংঘ হলো মূল জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে একদল শিক্ষার্থীদের সংগঠন।