ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক, সহকারী অধ্যাপক বিপুল রায় ও সহকারী অধ্যাপক আনিসুল কবীর সহ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ওয়াজেদ মিয়া ভবনের ৫২৮ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে সহকারী অধ্যাপক ইনজামুল হক বলেন, জিআইএস অর্থ শুধু ম্যাপ তৈরি করা নয়। আধুনিক যুগে এর প্রয়োজনীয়তা ব্যাপক। সকলকে এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে এবং বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। এসময় তিনি বিভাগ সম্পর্কিত যেকোন দিবস ও কার্যক্রমে বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালনেরও আশ্বাস দেন।
এর আগে বিভাগের শিক্ষার্থীদের তৈরিকৃত আধুনিক ম্যাপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে হস্তান্তর করা হয়।
এই সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিভাগের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ খুবই প্রশংসনীয়। এরকম আধুনিক ম্যাপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ জায়গায় টাঙ্গানো থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাতে টাঙ্গানো হয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।