The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবিতে ছাত্র মৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্ডে কেক কেটে আলোচনা সভা করেন বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ। সভাটির সঞ্চালনায় ছিলেন শাখা ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি অজয় কুমার দাস, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক রিপন রায় , অর্থ সম্পাদক রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়ালিউল্লাহ বসুনিয়া ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ ফরিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সহ সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে মেহনতী জনতার সাথে একাত্ম হওয়ার রাজনৈতিক দিশা নিয়ে মেহনতী মানুষের সন্তানের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে সাহসী ভূমিকার ইতিহাস রচনা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা খুবই আনন্দিত। মেহনতী জনতার সাথে একাত্মা হওয়ার আহ্বান রইলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.