ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
তিনি বলেন, আজ ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকাল ১১টায় মিটিং ডাকা হয়েছে। এ মাসের ১৯ তারিখের মধ্যে সিদ্ধান্ত হাইকোর্টে পাঠানো হবে। তবে কি ধরনের সিদ্ধান্ত আসতে চলেছে তা জানাননি তিনি। এ বিষয়ে তিনি বলেন, শৃঙ্গলাকমিটির প্রতিটি সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাই আগে থেকেই কিছু বলা যাবেনা।
অন্যদিকে নির্যাতনের শিকার ফুলপরি খাতুন বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করে এই পর্যন্ত বিষয়টিকে আনতে সমর্থ হয়েছি। এখন শাস্তি দেয়ার দায়িত্ব প্রশাসনের আশা করছি তারা সুষ্ঠু বিচারটাই করবেন।
এর আগে তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা মেলায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হয় অভিযুক্তরা।