নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে সম্প্রতি ছাত্রীকে র্যাগিং ও অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য অতিরিক্ত সময় দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বুধবার (০৫ এপ্রিল) পর্যন্ত তাদের সাত কার্যদিবসের অতিরিক্ত সময় দেওয়া হয়। আজ (২৯ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে, সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং- ২১০৫/২০২৩, গত ১লা মার্চ এর নির্দেশনা এবং গত ৪ঠা মার্চে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সুপারিশ অনুযায়ী কাগজপত্র সরবরাহ করা গেল না। তবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা থেকে চূড়ান্ত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তার লিখিত জবাবদানের জন্য আগামী ৫ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ‘পরবর্তীতে আর কোন সময়সীমা বৃদ্ধি করা হবে না’।
এর আগে হাইকোর্টের নির্দেশের পর গত ৬ মার্চ অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’ এ মর্মে সাত কার্য দিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। অভিযুক্ত মোয়াবয়িা জাহান ও তাবাসসুম ইসলাম এর জবাব দিলেও বাকি তিনজন সময় বৃদ্ধির আবেদন জানান। আবেদনের ১৫ দিন শেষে আজ বুধবার সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, যদি কোনো আইন-কানুন বা ফাক ফোকড় থাকে আমরা টোটালি বিচার বিশ্লেষণ করে দেখবো। এছাড়া কোর্টের অবজারভেশনসহ বিভিন্ন বিষয় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। আইনগত ভাবে যেটা প্রাপ্য তারা সেটাই পাবে।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। এতে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মীম, হালিমা আক্তার উর্মি ও মুয়াবিয়া জাহানসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে ঘটনাটি হাইকোর্ট পর্যন্ত গড়ালে কর্তৃপক্ষ অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করে। এবং ‘তাদেরকে স্থায়ী বহিষ্কার কেন করা হবেনা’ এ মর্মে কারণ দর্শানোর জন্য অভিযুক্তদের নোটিশ দেয় কর্তৃপক্ষ।