The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

ইবিতে ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামাত অপশক্তির হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসহ ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা “শিবির পাবি যেখানে ধোলাই হবে সেখানে, অবৈধ হরতাল মানিনা মানব না, আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা, মৌলবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান” ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়া সহ সভাপতি মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ সংগঠনটির প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘গতকাল একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তারা তাদের খুনের রাজনীতি ও নৈরাজ্যের রাজনীতির আবারো প্রমাণ দিয়েছে। বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল গতকাল সেটা দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।’

সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘দেশের এই অভাবনীয় উন্নয়নের সময়ও দেশী এবং আন্তর্জাতিক চক্র থেমে নেই। তারা বিভিন্নভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত করছে। সাধারণ জনগণ আজ বিএনপি-জামাতের অবৈধ হরতালকে লালকার্ড দেখিয়েছে। দেশের জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ে এই হরতলের কোনো ধরনের প্রভাব পড়বে না। স্বাভাবিক ক্লাস পরীক্ষা চালু রাখতে ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.