নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ১০ম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি শেষে ৪৮৫ আসন খালি রয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা যায়।
আইসিটি সেলে সূত্রে, ১০ম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি শেষে মোট ৪৮৫ আসন ফাঁকা রয়েছে। তন্মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ৩৫৬, ‘বি’ (মানবিক) ইউনিটে ৮৪ ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৪৬ আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল আম্বিয়া বলেন, আমরা ১০ম মেধাতালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছি। ফাঁকা আসন সাপেক্ষে শীঘ্রই মেধাতালিকা প্রকাশ করা হবে।