The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ইবিতে গুচ্ছের ৫ম মেধাতালিকা প্রকাশ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ৫ম মেধা তালিকা, বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় ৫ম মেধা তালিকা, বিশেষ কোটা ও মাইগ্রেশন প্রাপ্ত বিভাগে প্রাথমিক ভর্তি নিশ্চয়নকারী শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর ও ২৬ নভেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে স্ব স্ব বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এতে আরো বলা হয়, ইতোপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং ৫ম পর্যায়ে GST এর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যলয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ ফেরত প্রদানের বিষয়ে GST এর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে যদি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা থাকে তাহলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষরিত মূল একনলেজমেন্ট স্লিপ প্রদর্শন করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যদি কোন শিক্ষার্থীর দাখিলকৃত একাডেমিক ট্র্যান্সত্রিন্ট, প্রশংসা পত্র ও সনদ পত্র (যে কোন ধরণের সনদ পত্র) ইত্যাদি অসত্য বলে প্রমাণিত হয় তবে এই বিশ্ববিদ্যালয় হতে তার ভর্তি বাতিল করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.