The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইবিতে একুশ শতকের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘একুশ শতকের দক্ষতাসমূহের পরিচয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারি ভবনে এটি শুরু হয়। পৃথক দুইটি সেশনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের অনলাইন প্লাটফর্ম বিওয়াইসিএলএক্স এর ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান। এসময় অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া।

সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান বলেন, আমরা মনে করি এই যুগের স্কিলস মানে অনেক কিছু। কিন্তু কখনো ভাবি না আসলে কী কী স্কিল প্রয়োজন। আমাদের প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে।তাই আমাদের সবসময় নতুন কিছু শিখতে হবে। যুগের সাথে স্কিলগুলো চেঞ্জ হচ্ছে, তাই পার্সোনালি স্কিল বাড়াতে হবে। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি নিজেও জানি না কোন চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি। তাই এখন যে স্কিলগুলো দরকার সেগুলোই আমরা একুশ শতকের স্কিল বলছি। এসময় তিনি অংশগ্রহণকারী বিভিন্ন স্কিলের সাথে পরিচয় করিয়ে দেন।

ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব বলেন, নিজেকে প্রশ্ন করতে হবে কেন আপনি শিখতে চান। একুশ শতক বলতে যতদিন বোঝায় ক্রিটিকাল থিংকিং খুব গুরুত্বপূর্ণ। আর ক্রিয়েভিটি হলো নতুন কিছু তৈরি করা। আমাদের সমাজে একটা আইডিয়া আছে যারা গান গায়, নাচে, ছবি আঁকে এরকম লোকজনই ক্রিয়েভিট। এটা ভুল ধারণা। আমরা দিনশেষে সবাই ক্রিয়েভিট। কোথায় সেটা ব্যবহার করছি এটাই আমাদের জানার বিষয়। এসময় তিনি একুশ শতকে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, দপ্তর সম্পাদক রনি সাহা, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনটির ডেপুটি হেড অব আইটি অ্যান্ড ডিজাইন সাজ্জাদ হোসেন সৈকত, ডেপুটি হেড অব রিসার্চ অনন্যা রহমান, হেড অব হাইয়ার স্ট্যাডি শিহাব উদ্দিন, হেড অব হিউম্যান রিসোর্চ রিয়াজ হাসান রবিন, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস সহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.