নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় হলের টিভি কক্ষে এই আয়োজন করে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতায় সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল আমিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।
“সিন্ডিকেটই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ” শিরোনামে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন হলের দক্ষিণ ব্লক (সরকারি দল) ও উত্তর ব্লক (বিরোধী দল)।
ছায়া সংসদে প্রধানমন্ত্রী হিসেবে সিয়াম আহসান প্রস্তাবনা উত্থাপন করেন। এছাড়া সরকার দলীয় মন্ত্রী হিসেবে রাহাত আব্দুল্লাহ ও দলীয় সাংসদ হিসেবে মোস্তাফিজুর রহমান প্রস্তাবনার পক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন। এদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে নাহিদুর রহমান, উপনেতা রাসেল মহাজন ও দলীয় সাংসদ হিসেবে তুহিন বাবু প্রস্তাবনার বিপক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাসুম আলভী স্পিকারের দায়িত্ব পালন করেন। সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন হল ডিবেটিং সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সোহান।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকারি দলের প্রধানমন্ত্রী সিয়াম আহসান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিদায়ীদের মাঝে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।