মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ববিদ্যালয় থিয়েটারের’ আয়োজনে সলিল চৌধুরী রচিত নাটক ‘অরুণোদয়ের পথে’ প্রদর্শিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম্রকাননের বাংলা মঞ্চে এটি অনুষ্ঠিত হয়। বদরুল আমিন পিয়াসের নির্দেশনায় থিয়েটারের সদস্যরা নাটকটি প্রদর্শন করেন।
নাটকটির মূল প্রেক্ষাপট ছিলো বৃটিশ বিরোধী আন্দোলন। লেডি গ্রেগরির লেখা ১৭৯৩ সালে আয়ারল্যান্ডে বৃটিশবিরোধী আন্দোলন নিয়ে ‘এট দ্য রাইসিং অন দ্য মুন’ নামে একটি নাটক লিখেছিলেন যার বঙ্গানুবাদ করেছিলেন সলিল চৌধুরী। তিনি এই নাটকটিকে ভাবানুবাদ হিসেবে উপস্থাপন করেছিলেন।
এছাড়াও প্রদর্শনীর দ্বিতীয় পর্বে থিয়েটারের সদস্যদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।