দক্ষিণ ইন্দোনেশিয়ায় ২৪০ জন যাত্রীবাহী একটি নৌযানে আগুন লেগে ১৪ জন নিহত হয়েছেন। কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭ নামের জাহাজটি পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মাঝপথে এটিতে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
গত কাল সোমবার (২৪ অক্টোবর) এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানাচ্ছে ওয়াশিংটন পোস্ট।
নৌযানটিটে মোট ২৪০ আরোহীর মধ্যে ২৩০ জন যাত্রী এবং বাকী ১০ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎপত্তি বা কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কি কারনে আগুন লাগালো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ২২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
সতের হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়া। এখানে নৌপথে দুর্ঘটনা যেন নিত্যদিনের রুটিন বিষয়। প্রতিনিয়তই নৌযান ডুবে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যায় দেশটিতে।
চার বছর আগে ২০১৮ সালে উত্তর সুমাত্রা প্রদেশের একটি গভীর হ্রদে প্রায় ২০০ জন লোক নিয়ে ফেরি ডুবে গেলে ফেরিতে থাকা যাত্রীদের ১৬৭ জন নিহত হন। এছাড়াও ১৯৯৯ সালে যাত্রীবাহী জাহাজ ডুবির ঘটনায় ৩১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিলো।