The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবে না: অমিত শাহ

ডেস্ক রিপোর্ট: বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রয়াত ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব হবে না ।

বুধবার (১৩ নভেম্বর) মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধখেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।

আর্টিকেল ৩৭০ এর অধীনে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশান ও ভিন্ন সংবিধানসহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ২০১৯ সালের ৫ আগস্ট সেই ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে নেয়।

নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করার পর গতকাল মঙ্গলবার বিধানসভায় ‘আর্টিকেল ৩৭০’ ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।

ঠিক একদিন পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। সিন্ধখেদায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ‘স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবেন না।’

কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিন্দেজি, আপনি নাকি কাশ্মীরে যেতে ভয় পান। আমি বলব, এখন আপনি আপনার নাতি-পুতিদের নিয়ে কাশ্মীরে যেতে পারেন, কোনো বিপদ হবে না।’

অমিত শাহ আরও বলেন, ‘সোনিয়া-মনমোহনের ১০ বছরের শাসনামলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরে বোমা হামলা করত। এখন আর সেই দিন নাই।’

কিছুদিন আগেও মহারাষ্ট্রের আরেক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেন, ‘তারা (কংগ্রেস) বিধানসভায় আর্টিকেল ৩৭০ ফেরাতে চাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর পরের চার প্রজন্ম মিলেও এটি ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.