The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

ইনোভেশন হ্যাকথন প্রতিযোগিতায় ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

প্লাবন, বিডিইউ প্রতিনিধিঃ জাতীয় স্বার্থে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আয়োজিত হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে “তৃতীয় রানার আপ” হবার গৌরব অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। হ্যাকথনে ডিজিটাল ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করেন শাহরিয়ার হাসান অপু, তৌসিফ মাহমুদ ইমন এবং মোহাম্মদ ফেরদৌস ইফরাত। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের আইওটি প্রোগ্রামের শিক্ষার্থী।

“IoT based crop recommendation using machine learning for precision agriculture” প্রোজেক্টটি উপস্হাপন এবং বাংলাদেশের কৃষিতে এ প্রোজেক্টের ভবিষ্যৎ ও ইতিবাচকতা তুলে ধরেন বিডিইউ এর পুরস্কৃত এ টিম। এ প্রোজেক্টের মাধ্যমে বিডিইউ শিক্ষার্থী কোন জমিতে কোন ফসল ভালো ও লাভজনক ভাবে উৎপাদন সম্ভব তা উদ্ভাবন করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.