পাবিপ্রবি সংবাদদাতা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের চার শিক্ষক।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়। তথ্যমতে প্রত্যেক গবেষক তিন লক্ষ টাকা করে বরাদ্দ পাবেন।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, “A machine learning approach to evaluate the impact of material properties on a high performing thin-film solar cell with hole transport layer” -শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন।
একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, “Windowing and Restructuring-Orthogonal Chirp Division Multiplexing (WR-OCDM) System for Next- Generation Wireless Communication Systems” -শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, “Sensor-based Non-touch Bangla Character Input System Using Machine and Deep Learning Techniques” -শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী, “Design and Implementation of a Hybrid Solar-Biogas Power System for Sustainable Energy Generation in a University Building” -শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞান শাখায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। তাদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন গবেষক মনোনীত হয়েছেন।